প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
দূর্ঘটনা ও শোকসংবাদ বিভাগ
রংপুরের পীরগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্যামলী বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার গঙ্গারামপুর বটতলা মোড় গ্রামে ঘটনা ঘটে।
নিহত শ্যামলী ওই গ্রামের রোস্তম আলীর স্ত্রী। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন চন্দ্র শর্মা জানান, ওই বৃদ্ধা ইফতারের পর হাঁস খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত বাড়ির পাশে শৌচালয়ের ট্যাংকে পড়ে যান তিনি।
পরে পরিবারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাংক থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : যমুনা টিভি
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108