প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। দেশে দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবেলায় অঘোষিত লকডাউনের মাঝে কম দামে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শাহীবাগ এলাকায় লাইনে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে টিসিবির পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। এছাড়াও সবুজবাগ লালবাগ, উপজেলা মাঠ, শিশু উদ্যান মাঠ সহ সব জায়গায়ই সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবি পন্য বিক্রয় করতে দেখাযায়।
উপজেলা প্রশাসন ও ‘করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই’ এর সমন্বয়ে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে টিসিবি পন্য বিক্রয় করা হচ্ছে। করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই এর ভলেন্টিয়ারদের পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পন্য কিনছেন ক্রেতারা। টিসিবি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, ছানা ভর্তুকিমূল্যে বিক্রি করেছে। এদিন সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। করোনার প্রভাবে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে নারী-পুরুষরা পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেন। করোনার কারণে দেশে অঘোষিত লকডাউন থাকায় চারদিকে যে সংকট তৈরি হয়েছে এর মধ্যে টিসিবির পণ্য নিন্ম মধ্যবিত্তের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে এনে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, টিসিবি পন্য ক্রয় করতে আসা অসংখ্য লোকজনের সমাগম ঘটে। ক্রেতারা যেন সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে পন্য ক্রয় করতে পরে সেজন্য খোলা মাঠে টিসিবি পন্য বিক্রয় করতে বলা হয়েছে। এবং সামাজিক দূরত্ব বজায় নিশ্চত করতে ভলেন্টিয়ার রাখা হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108