করোনা বাংলাদেশে কেড়ে নিল ১৬৮ প্রাণ; আক্রান্ত ৭,৬৬৭ জন

0
374

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৬৬৭। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। নতুন মৃত্যু ৫ জনের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক ও একজন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষে বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে মহিলা ২ জন ও পুরষ ৩ জন বলে জানান তিনি।

এছাড়াও আজ পর্যন্ত সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১,৯৩,৮৮৬ জন, মোট সুস্থ হয়েছেন ৯,৭২,৭১৯ জন এবং মোট মৃত ২,২৭,৬৩৮ জন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108