যশোরে কাঁচাবাজার ও মাছবাজার নতুন স্থানেঃ জেলা লকডাউন

0
334

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনাভাইরাস এর বিশেষ পরিস্থিতির কারণে যশোরের বড়বাজার অস্থায়ীভাবে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৩০ এপ্রিল বৃহস্পতিবার থেকে কাঁচাবাজার বসবে ঈদগা মাঠের ময়দানে আর মাছবাজার বসবে টাউন হল মাঠ ময়দানে। এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় যশোর জেলাকে গতসোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়।

যশোর জেলায় দিন দিন করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। মানুষ সামাজিক দূরত্ব ঠিকমতো মানছে না। সামাজিক দূরত্ব কার্যকর করার জন্য যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। জেলা করোনাভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্বের নিরাপত্তায় বাজার বসানোর নামে আবাসিক এলাকায় বাজার বিস্তৃত করা হয়। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বাজারের দোকানপাট মানুষের বাড়ির গেটের সামনে ও দোকানের সামনে বসানো হয়। এ বাজারের কারণে খালধার রোডবাসী অবরুদ্ধ হয়ে পড়ে। এতে গোটা এলাকায় করোনা ঝুঁকি বাড়িয়ে দেয়া। এতে অসন্তুষ্ট বাড়তে থাকে।

এমন পরিস্থিতিতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদার ও যশোর পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বসে সিদ্ধান্ত নেন বাজার দ্রুত খোলা জায়গায় হস্তান্তর করতে হবে। তারই ফলশ্রুতিতে জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন কারখানা বন্ধ রয়েছে। তবে নিত্যপণ্য কেনার জন্য কাঁচাবাজারগুলো খোলা রাখা হয়েছে।

গতকয়েক দিনে যশোরে করোনায় আক্রান্ত রোগী বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বড় জায়গা এখন কাঁচাবাজারগুলো। কিন্তু যশোরের কাঁচাবাজারগুলোতে সামাজিক দূরত্ব একদমই মানা হচ্ছে না। রমজান মাস শুরু হওয়ার আগে এবং পরে কেনাকাটার জন্য বাজারগুলোতে লোকসমাগম উল্টো বেড়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে যশোর পৌরসভা কাঁচাবাজার এবং মাছবাজার উন্মুক্ত জায়গায় স্থানান্তর করার সিন্ধান্ত নিয়েছে। করোনা মোকাবিলায় ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে যশোরে কাঁচাবাজার বসবে ঈদগাহ ময়দানে ও মাছবাজার বসবে টাউন হল মাঠে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108