ডেস্ক রির্পোটঃ
চাকুরী ও প্রবাসী বিভাগ
বেতনের দাবিতে আন্দোলনে নেমেছে রপ্তানিমুখী তৈরি পোশাক ওয়াশিং শিল্প শ্রমিক কর্মচারী। সরকারের কাছে প্রনোদনার দাবী -গাজী কামরুজ্জামানের।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর রূপনগর শিল্প এলাকায় রপ্তানীমুখী তৈরী পোশাক ওয়াশিং শিল্প কারখানার কর্মরত শ্রমিক কর্মচারীরা তাদের পাওনা মার্চ মাসের বেতন এর দাবিতে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট পালন করছে। শ্রমিকদের দাবি তাদের অনেক ফ্যাক্টরীতে ফেব্রুয়ারি মাসের বেতন ও পাওনা রয়েছে। পরিস্থিতি বিকালের দিকে উত্তপ্ত হওয়ায় রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে বিক্ষোভ কারী শ্রমিক কর্মচারীরা কিছুটা শান্ত হয়।
এ বিষয় বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রি অনার্স এসোসিয়েশন মিরপুর জোন এর সভাপতি জনাব গাজী কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, আমাদের শ্রমিক ভাইয়েরা তাদের বেতন পরিশোধের দাবিতে যে অসন্তোষ, বিক্ষোভ করেছেন তা অযৌক্তিক নয় কিন্তু এদিকে ওয়াশিং শিল্প কারখানার মালিকগনও চরম বিপদে আছেন। কারন, করোনা ভাইরাসের কারনে সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশের গত ২৬ মার্চ থেকে সকল ধরনের ব্যাবসা বানিজ্য শিল্প কারখানা ব্যাংক বন্ধ রয়েছে।
ওয়াশিং শিল্প কারখানাগুলো যে সকল গার্মেন্টস কারখানার কাজ করে থাকে তাহারা ওয়াশিং বিল পরিশোধ করছে না। ওয়াশিং শিল্প কারখানাগুলো তাদের যে সকল গার্মেন্টস কারখানার তৈরী পোশাক ওয়াশ করে থাকে সে সকল গার্মেন্টস কারখানার নিকট ২/৪/৬ মাসের ওয়াশিং বিল পাওনা রয়েছে। গার্মেন্টস কারখানাগুলি ঠিকমত বিল পরিশোধ করলে ওয়াশিং শিল্প কারখানার মালিকগনকে আজকের এমন পরিস্থিতির সমমুখীন হতে হতোনা।
আমরা গত ১৫ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করেছি, যেখানে পোশাক শিল্পের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা থেকে ওয়াশিং ইন্ডাস্ট্রির জন্য সহায়তা প্রয়োজন। এই পরিস্থিতি দ্রুত উত্তরনে, বিজিএমইএ এবং এফবিসিসিআই এর হস্তক্ষেপ কামনাসহ সরকারের কাছে আর্থিকভাবে সহযোগিতা কামনা করছি।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108