প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রথম কোনো সংসদ সদস্য। শহীদুজ্জামান সরকার উত্তরাঞ্চলের জেলা নওগাঁ’ দুই নং নির্বাচনী আসন থেকে নির্বাচিত। তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় মানিক মিয়া এভিনিউস্থ ৪ নম্বর ন্যাম ভবনটি লকডাউন ঘোষণা করা হয়েছে৷
শেরে বাংলা নগর থানা পুলিশের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে ওই ভবনে গিয়ে লকডাউন ঘোষণা করে৷ একই সঙ্গে ভবন থেকে কারও বের হওয়া কিংবা প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
জানা গেছে, গত সপ্তাহে (মঙ্গলবার) নির্বাচনী এলাকা থেকে তিনি ঢাকা আসেন এবং ন্যাম ভবনটিতে অবস্থান করেন। এলাকায় থাকতেই শরীরে জ্বর অনুভূত হলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেলে রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্ত ওই সংসদ সদস্য জনান, শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো জানানো হয়েছে, আমার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তবে আমার শরীরিক অবস্থা ভালো। বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছি। নিজের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওই সংসদ সদস্য। সূত্রঃ চ্যানেল আই অনলাইন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108