নভেল করোনা ভাইরাসে সারাবিশ্ব মৃতের সংখ্যা প্রায় আড়াই লাখ

0
327

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১৭৫ জন। এছাড়া একই সময়ে ৫৫২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮,৭৯০। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৩ জন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়াও গনমাধ্যমের হিসাব অনুযায়ী সারাবিশ্বে ভাইরাসে মোট আক্রান্ত ৩৩,৪৪,২৭৪ জন, মোট সুস্থ হয়ে উঠেছেন ১০,৫৩,৩৪৪ জন এবং মোট মৃত ২,৩৮,৭৭৫ জন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108