প্রতিবেদকঃ যশোর জেলা প্রতিনিধি
যশোর সদরের ৩নং ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের দুলাল ও সবুজ। এদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। দুলালের নামে কামারগন্যার ছবেদ ঐ মার্ডার কেসের আসামি। এই দুলাল ও সবুজ বড় এক নেতার অনুসারি। তারা গ্রামের সাধারণ মানুষকে এাণ দেবার নামে গরিব অসহায় মানুষের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিজেরা এান নিয়ে গুম করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
এলাকাবাসী আরো জানিয়েছে তারা অসহায় প্রতিবন্ধি মানুষের কার্ড করে দেবার নাম করে তাদের কাছ থেকে নগদ অর্থ নিয়েছে জন প্রতি ৩০০০/৪০০০ টাকা করে। গত ২মাস আগে রামকৃষ্ণপুরের, অলিউলের স্ত্রীকে একই গ্রামের আনিসুর নিয়ে পালিয়ে যায়। এরপর গত ২৫ এপ্রিল সে মহিলার একটা বাচ্চাও হয়, কিন্তু সে বাচ্চা টাকে গত ২৯ এপ্রিল রাতের বেলা হত্যা করে অলিউলের বাড়ির পাশে পুতে রেখে যায়।
বাচ্চাটাকে হত্যা করার জন্য দুলাল ও সবুজ আনিসুরকে চাপ দেয়, তারা বলে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য, তাদের কথা মত আনিসুর বাচ্চাটাকে মেরে পুতে রেখে যায়। এলাকাবাসী বিষয়টা জানতে পেরে পুলিশ কর্মকর্তাদের খবর দিলে পুলিশ ঘটনা স্থলে হাজির হয়ে কবর খুড়ে বিষয়টা উদঘাটন করে। পরে পুলিশ দুলাল,আনিসুর ও তার স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী এর সুষ্ঠ তদন্ত করে বিচার চায়। সূত্রঃ যশোর সময় সংবাদ
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108