প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ”হৃদয়ে শ্রীমঙ্গল” সামাজিক সংগঠনের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়েপড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার (৩ মে) দুপুর ২টায় শহরের শান্তিবাগ রোডস্থ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় হৃদয়ে শ্রীমঙ্গলের প্রতিনিধিদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
হৃদয়ে শ্রীমঙ্গল বাংলাদেশের এডমিন মোছাব্বির আলী মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানা তদন্ত (ওসি) মো. সোহেল রানা। এছাড়াও হৃদয়ে শ্রীমঙ্গলের বাংলাদেশের এডমিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে হৃদয়ে শ্রীমঙ্গলের বাংলাদেশের এডমিন মোছাব্বির আলী মুন্না জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ১জন করে মোট ৭ জন প্রতিনিধিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। প্রতিনিধিরা যার যার ইউনিয়নের কর্মহীন অসহায় দরিদ্রের ঘরে পৌঁছে দিবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108