ফেনীতে করোনায় টেলিফোনে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন হলো

0
481

 প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার 

ফেনী জেলা প্রতিনিধি

ফেনী বাসীর জন্য করোনা পরিস্থিতিতে সহজে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ছালেহ উদ্দীন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন কতৃক “টেলিফোনে চিকিৎসা সেবা ” কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। উদ্বোধন ঘোষণা করেন ফেনী জেলা আওলয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের মাননীয় সাংসদ জননেতা নিজাম হাজারী।

সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং রাত আট টা থেকে দশটা এই সেবা পাওয়া যাবে। সেবা পেতে কল করতে হবে 01844-545563 এই নম্বরে। নারী ও পুরুষ উভয় ডাক্তার পর্যাপ্ত রয়েছেন বলে জানান বক্তারা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনাব সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী, হোসনে আরা বেগম চৌধুরী, সাবেক সিনিয়র সচিব জনাব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী মাসুম, আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ডাক্তার জাহানারা আরজু, বিএমএ ফেনীর সভাপতি ডাক্তার শাহেদুল ইসলাম কাওসার, খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যথাক্রমে কামাল উদ্দিন মজুমদার ও আব্দুল আলিম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার, পরশুরাম থানার অফিসার ইনচার্জ শওকত সাহেব, ডাকসু’র মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী সাদি, ডাক্তার সাইফউদ্দিন, ডাক্তার মারজিয়া তুজ জোহরা, ডাক্তার মুকুট রায়, ডাক্তার ইনজামামুল হক, ডাক্তার রায়হান জান্নাতসহ অনেকে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108