রমজানে গরীবদের জন্য বাপ্পীর ইফতার বিতরণ

0
887

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

বিনোদন বিভাগ

সারাদেশ এখন করোনা আতংকে আতংকিত। থেমে গেছে মানুষের সকল কাজ। গৃহবন্দী হয়েই দিন পার করতে হচ্ছে এখন সবাইকে। এমন পরিস্থিতিতে রোজাও করছেন সকলে। কিন্তু দেশের বর্তমান এই পরিস্থিতিতে রোজা অসহায়, গরিব মানুষদের জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু এই পরিস্থিতিতেও থেমে নেই বাপ্পি। শুটিং বন্ধ থাকলেও বন্ধ নেই বাপ্পির কাজ। ঘরে বসেই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে বাপ্পি।

এই রমজান মাসে ঘরে বসেই নিজের সংগঠনগুলি বাসা বাসাই ইফতার বিলি করছেন জনপ্রিয় নায়ক বাপ্পি। এমনকি বিএফডিসির মসজিদেও প্রতিনিয়ত ইফতার পাঠাচ্ছেন বাপ্পি। বাপ্পী ফ্যান ক্লাব ফেনীতে অসচ্ছল শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে ২০১৫ সাল থেকে। প্রতি বছরের মতো এবারো শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরন করা হয়েছে। তবে, করোনার কারনে ৫৬ জন শিক্ষার্থীর বাসায় গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী। বাপ্পীর নির্দেশেই মাসব্যাপী এই ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানান বাপ্পির সংগঠনের অন্যতম সদস্য হারুন চৌধুরী।

বর্তমানে করোনাভাইরাসের কারনে গণজমায়েত এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবার ইফতারের আয়োজনটা প্যাকেট করে করে ৫৬ জন শিক্ষার্থীর পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। ২০১৬ সালে বাপ্পি তার সংগঠনের সদস্যদের নিয়ে গড়ে তোলে শিশুদের সাধারণ শিক্ষাগার। বর্তমানে ৫৬ জন ছাত্রছাত্রী রয়েছে এখানে, যাদের বিনামূল্যে শিক্ষাদান চলছে। বিগত তিন বছর ধরে সফলতার সাথে বাপ্পি এই কার্যক্রম চালাচ্ছে। এই সংগঠন থেকে বাচ্চাদের বিনামূল্যে খাতা-কলম দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয়, বছর শেষে সবাইকে নিয়ে বনভোজনের আয়োজনও করা হয়। এইসব কাজে অনুদান বাপ্পির। করোনার কারনে এই সব গবির বাচ্চাদের পুরোপুরি খরচ বহন করে চলেছে বাপ্পি।

উল্লেখ্য, ২০১২ সালে ভালোবাসার রঙ ছবি দিয়ে চলচিত্রে অভিষেক ঘটে বাপ্পির। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাপ্পিকে। একের পর এক অভিনয় করেন, অন্যরকম ভালোবাসা, তবুও ভালোবাসি, দবির সাহেবের সংসার, আজব প্রেম, প্রেম প্রেম পাগলামি, জটিল প্রেম, সুইট হার্ট, সুলতানা বিবিয়ানা, পলকে পলকে তোমাকে চাই, বাজে ছেলে, নায়কসহ ইত্যাদি বহু ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে শশুরবাড়ি জিন্দাবাদ ২, ডেঞ্জার জোন ছবি দুটি। শুটিং চলছে সিক্রেট এজেন্ট ছবির, তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বন্ধ আছে ছবির শুটিং।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108