এই প্রথম মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিল কানাডা

0
356

প্রতিবেদকঃ নিশাত বিথি

আর্ন্তজাতিক বিভাগ

ইতিহাসে প্রথমবারের মতো কানাডার ভূখণ্ডে মসজিদের মাইক থেকে আজান প্রচার করা হবে। দেশটির কয়েকটি শহরে এই অনুমতি দেয়া হয়েছে। বার্তা সংস্থা আনাতোলির বরাতে এ তথ্য জানা গেছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এ অনুমতি দিয়েছে কানাডিয়ান প্রশাসন। এর ফলে এখন থেকে অটোয়া, টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের বিভিন্ন মসজিদের মাইকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। তবে এ সুযোগ শুধু রমজান মাসেই থাকছে। পবিত্র এই মাসটি শেষ হলে মাইক দিয়ে আর আজান দেয়া যাবে না বলে জানানো হয়েছে।

সুদীর্ঘ সময় ধরে কানাডায় মসজিদে নামাজ পড়ার বিধান থাকলেও মাইকে আজান দেয়ার অনুমতি ছিল না। এ বিষয়ে হ্যামিল্টন শহরের মাউন্টেন মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেন, এই দিনটি কানাডায় বসবাস করা সব মুসলিমদের জন্যই ঐতিহাসিক। কারণ এর আগে এখানকার মানুষ মাইকে আজান দেয়া শোনেনি। অনুমতি পাওয়ায় প্রথমবারের মতো তাদের সে সৌভাগ্য হচ্ছে। তিনি বলেন, রমজান মাস শেষ হলে এই অনুমতি চলে যাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে রমজান মাসের পরও মাইকে আজান দেয়া যায়। এ ছাড়া কানাডার সব শহরে যেন এই অনুমতি পাওয়া যায় সে লক্ষ্যেও কাজ করছি আমরা।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108