করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮২ জন; সুস্থ ১,২১০

0
349

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে।

এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪৭ জন। ফলে মোট সুস্থ হয়েছেন এক হাজার ২১০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বলে জানান তিনি। এছাড়া ওই পাঁচ জনই পুরুষ বলে জানান তিনি। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

৩ তারিখের রিপোর্ট বিশ্লেষণ করে তিনি বলেন, এখন পর্যন্ত ঢাকা বিভাগে দেশের সর্বোচ্চ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা সিটি ও ঢাকা বিভাগে সর্বাধিক শনাক্ত হয়েছে। ঢাকা সিটির পরে নারায়ণগঞ্জ জেলার অবস্থান। ঢাকা বিভাগের পরে চট্টগ্রাম বিভাগের অবস্থান।

এছাড়াও সারাবিশ্বে মোট আক্রান্ত ৩৫,০৭,২৬৫ জন, সুস্থ হয়েছেন ১১,২৭,৮৮৭ জন এবং মোট মৃত ২,৪৭,৪৯১ জন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108