ক্ষুধার্তদের কাছে সেহরি নিয়ে হঠাৎ হাজির আওয়ামী লীগ নেতা জুয়েল

0
718

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

করোনাভাইরাস (কোভিড-১৯)- এর প্রাদুর্ভাবে রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশ ঘরবন্দী হয়ে রইলেও ছিন্নমূল মানুষগুলো মাথা গোজার ঠাই পাইনি। সড়কে থাকা এই পরিবারগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে কিছু কিছু সাহায্য পেলেও তাতে দুইবেলা খাবার জোগানো দায় হয়ে পড়েছে। আবার কেউ কেউ ঢাকার ভোটার না হওয়ার কারণে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কাউন্সিলরের ত্রাণ সহায়তা থেকে। এছাড়াও কিছু রিকশা চালক এখনো এখনো রাজধানীতে আছে। কিন্তু তাদের নেই তেমন কোনো খাবারের ব্যবস্থা।

পবিত্র রমজন মাসে এই মানুষগুলো সাহরি নিয়ে খুব বিপদে পড়েছে। কেউ কেউ না খেয়েই রোজা রাখছেন। এমন অসহায়-ক্ষুধার্ত মানুষগুলোর কাছে হঠাৎ করে রাতের অন্ধকারে খাবার নিয়ে গেলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আদাবর থানা-১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভি রহমান জুয়েল।

গতকাল ৩ মে দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও মোহাম্মাদপুর সংলগ্ন শ্যামলী, আদাবর, আসাদ গেট, কলেজ গেট এর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে খাবারের অপেক্ষায় থাকা দুইশত ক্ষুদার্থ মানুষের মুখে খাবার তুলে দিয়ে হাসি ফোটালেন আওয়ামী লীগের এই নেতা। এর আগে গত পরশু তার জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ, রিকশাচালক, ও ছিন্নমূল চার শতাধিক মানুষের হাতে ভুনা খিচুড়ি তুলে দেন জুয়েল। এছাড়াও করোনা ভাইরাসের শুরুতেই সংকটাপন্ন আট শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন অভি রহমান জুয়েল। খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার দুটোই অব্যাহতভাবে প্রদান করা হবে বলে তিনি জানান।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108