বাংলাদেশে করোনার ঔষধ উৎপাদনের অনুমতি পেল ছয় কোম্পানী

0
364

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার করোনাভাইরাসের ঔষুধ হিসাবে রেমডিসিভির উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষুধ প্রশাসন অধিদপ্তর।

এই নিয়ে চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঔষধ প্রশাসনের পরিচালক জানান, প্রাথমিকভাবে ছয়টি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে করোনার ঔষধ হিসাবে রেমডিসিভির উৎপাদনের অনুমতি দিয়েছে।

দুইটি কোম্পানি চলতি মাসের ২য় সপ্তাহে এই ওষুধ বাজারে আনবে। ছয়টি ফার্মাকোম্পানি হলঃ  স্কয়ার, বেক্সিমকো, ইনসেফটা, বিকন, সকেইফ, হেলথকেয়ার।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108