প্রতিবেদকঃ নিশাত বিথি
দূর্ঘটনা ও শোকসংবাদ বিভাগ
এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন হাবিবুর রহমান মোল্লা। আজ বুধবার সকাল ৯ টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হলে গত ৭ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে আজ বুধবার সকাল ৯ টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৮ বছর বয়সী এই সংসদ সদস্য।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম হাবিবুর রহমান মোল্লার অবদানের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন আইনমন্ত্রী আনিসুল হক।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108