প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা মৃত নুরুজ মিয়ার ছেলে স্বপন মিয়া’কে মারপিঠ করেছে তার প্রতিবেশী সেলিম মিয়া (৩৫) ও তার দলবল। জানা যায়, সোমবার (৪ মে) বিকেল সাড়ে পাচঁটার দিকে উপজেলার পশ্চিম লইয়ারকুল এলাকায় এঘটনা ঘটে। স্বপন মিয়া ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা দিয়ে এলোপাতারী মারধর করায় রক্তাক্ত হয়ে গুরুত্বর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
আহত স্বপন মিয়ার ভাই মো. আনোয়ার মিয়া বাদী হয়ে এ ব্যাপরে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে বলেন, প্রতিবেশী আমু মিয়ার ছেলে সেলিম মিয়া পূর্ব শত্রুতার জেরে তার সাথে বিরোধীতা করে আসছে। সোমবার (৪ মে) বিকেল সাড়ে পাচঁটার দিকে এলাকার সুঞ্জন বেগমের দোকানের সামনে রাস্তা অবরোধ করে সেলিম মিয়া সিএনজি গাড়ি রাখলে স্বপন মিয়া গাড়ি সরানোর কথা বললে উক্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে সেলিম মিয়া সিএনজি গাড়ি থেকে নেমে দেশীয় তৈরী অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে এলোপাতারী আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারধরের একপর্যায়ে সেলিম মিয়া তার গাড়িতে থাকা জেক ও কাঠের টুকরা দিয়া হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে মাথার উপরিভাগে মারাত্মক জখম করে। এবং আলেক মিয়া (৩০), ছায়েদ আলী (৩৮), আলমগীর মিয়া (২৮) ও এরশাদ মিয়া (২২) তারা বাশের লাঠিসহ অন্যান্য দেশীয় তৈরি সরঞ্জামাদি দিয়ে মারপিট করে স্বপন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
আহত স্বপন মিয়ার ভাই মো. আনোয়ার মিয়া জানান, আমার ভাইয়ের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এবং আলমগীর মিয়া (২৮) ও এরশাদ মিয়া (২২) চুলের মুটি ধরে মাটিতে ফেলে এলোপাতারী কিল ঘুষি সহ তলপেটে অনবরত লাথি দিয়ে ব্যথাদায়ক জখম করে। এবং আমার ভাইয়ের পকেটে থাকা নগদ ৮,১০০/- টাকা নিয়া যায়।
তিনি আরও জানান, এব্যাপরে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপরে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108