করোনায় যেমন যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনকাল

0
464

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

রাজনীতি বিভাগ

ঘড়িতে রাত ১১ টা ১০ মিনিট। গণভবনের রাস্তার দুপাশে গাছ, ফুল। ফুলেরাও যেন ঘুমিয়ে গেছে। পুকুরটা শান্ত। প্রকৃতি যেন বিশ্রামে। কিন্তু জেগে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার দিন শুরু হয় সুবেহ সাদিকের আগে। উঠেই তিনি তাহাজ্জুতের নামাজ পড়েন। ফজর নামাজ তারপর কোরআন শরীফ পাঠ। আগে সাধারণত, সকাল নয়টার আগেই তিনি গণভবন থেকে বেরিয়ে পড়তেন। হয় কোনো অনুষ্ঠানে অথবা মন্ত্রিসভা কিংবা একনেকের সভার জন্য।
আর বর্তমান পরিস্থিতি তো একেবারেই ভিন্ন, তাই আগের চেয়ে বেশি সময় দিচ্ছেন। গণভবনে অবস্থান করে তিনি দেশের সব কার্যক্রম পরিচালনা করছেন। সবকিছুতেই বাড়িয়েছেন কঠোর নজরদারি। কখন, কোথায় কী করতে হবে সব কিছুরই নির্দেশ দিচ্ছেন। যখন যা প্রয়োজন তখন সেই ব্যবস্থা নিচ্ছেন। কাকডাকা ভোর থেকে মধ্য রাত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। ফোন, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলের মাধ্যমে করোনা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।
‘তৃণমূলের ছোট্ট কর্মীটিরও খোঁজ রাখেন শেখ হাসিনা। মনে হয় যেন দেশের সব ভার তো তাঁরই ওপর, দলের সব জঞ্জাল সরাতে হয় তাঁকেই। চারদিকে এত হতাশার মাঝেও আশার প্রদীপ জ্বালাতে চান শেখ হাসিনা। এখনো দৃড় প্রত্যয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সংকট মোকাবেলা করতে চান তিনি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108