পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মৌলভীবাজার সদর হাসপাতাল বন্ধ

0
342

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. সুব্রত কুমার রায় বুধবার (৬ মে) রাতে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপতালে সকল প্রকার চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, মৌলভীবাজার সদর হাসপাতালে নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মচারী। এ নিয়ে হাসপাতালের মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে চারজন ডাক্তার রয়েছেন। নতুন আক্রান্ত আটজনের আগে গত দুইদিনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও এক টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছিলেন। সবার সাথে আলাপ করে সদর হাসপাতাল লকডাউনের বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108