বরিশালে ঝড়ের কবলে ট্রলার ডুবীঃ ডুবল দুই যাত্রী; তীরে ৯জন

0
440

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

দূর্ঘটনা শোকসংবাদ বিভাগ

বরিশালের হিজলায় ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলার ডুবে এক কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে আব্দুর রব বেপারীর মরদেহ সকাল সাড়ে ১০টার দিকে এবং রাজিব ভূইয়ার মরদেহ বেলা ১২টার দিকে জেলেরা উদ্ধার করেছে। তাদের দু’জনেরই বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, মাঠ থেকে সয়াবিন তুলতে কয়েকজন কৃষক উপজেলার চলকিল্লা এলাকা থেকে নদী পাড় হয়ে খালিশপুর যাচ্ছিল। ১১ জন যাত্রী নিয়ে ছোট একটি জেলে ট্রলার মেঘনার শাখা নদী ‘ছোট মেঘনার’ মাঝামাঝি যেতেই আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে গেলে ৯জন সাতরে তীরে উঠতে পারলেও নিহত দুইজন নিখোঁজ থাকে। পরে জেলেদের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108