সংকটময় পরিস্থিতিতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি; আটকে আছে যেসব সিনেমা

0
438

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

বিনোদন বিভাগ

করোনার কারনে থেমে গেছে মানুষের সকল কাজ। সব কিছুর পাশাপাশি থমকে গেছে পুরো চলচ্চিত্র পাড়া। ক্ষতির মুখে পড়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনয়শিল্পীদের সাথে সাথে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হচ্ছেন পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট সবাই। পরিচালক অনন্য মামুন সাকিব খান, মাহিয়া মাহি, ও স্পর্শিয়াকে নিয়ে শুরু করেছিলেন নবাব এল.এল.বি ছবির শুটিং। কিন্তু করোনার কারনে থেমে গেছে সেই ছবির শুটিং। পরিচালক, সৈকত নাসির ইমন ও ববিকে নিয়ে শুরু করেছিলেন আকবর ছবির শুটিং কিন্তু সেই ছবিরও একই অবস্থা, আটকে আছে কাজ।

পরিচালক, সাফি উদ্দিন সাফি বাপ্পি ও নবাগতা উষ্ণতাকে নিয়ে শুরু করেন সিক্রেট এজেন্ট ছবির কাজ। করোনার তাণ্ডবে আটকে গেছে সেই ছবির শুটিং। পরিচালক, এম এ রহিম সিয়াম এবং পুজা চেরিকে নিয়ে শুরু করেন শান ছবির কাজ; আটকে আছে সেই ছবির কাজও। এছাড়াও সিয়ামের অপারেশন সুন্দরবন ছবির শুটিংও বন্ধ হয়ে আছে।

অন্যদিকে, বাপ্পির শশুর বাড়ি জিন্দাবাদ ২, ডেঞ্জার জোন, নিরব এবং বুবলির ক্যাসিনো, সিয়ামের বিশ্ব সুন্দরীসহ এমন অনেক মুক্তি অপেক্ষিত ছবির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার পথে। কবে শেষ হবে এই করোনা পরিস্থিতি, আর কবে শুরু হবে আটকে পড়া এসব ছবির কাজ। আর কবেই বা মুক্তি পাবে এইসব ছবি। সব কিছু নিয়েই এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে অভিনেতা-অভিনেত্রীসহ পরিচালক, প্রযোজকদের।

এই পরিস্থিতি চলতে থাকলে তবে, কি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ? আদৌকি এই পরিস্থিতির পর মাথা তুলে দাড়াতে পারবে বাংলা চলচ্চিত্র। এমনি ভয়ঙ্কর দুশ্চিন্তায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত সবাই।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108