১০০ কেজি ওজনের বাঘাইড় মাছ! জনতার উপচে পড়া ভীড়

0
364

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

অর্থ বাণিজ্য বিভাগ

১০০ কেজি ওজনের বাঘাইড় মাছ! গতকাল বৃহস্পতিবার ভোরে মাছটি বিক্রির জন্য সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারে আনলে সাধারণ জনতার উপচে পড়া ভীড়। বিশাল আকারের এই মাছের খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী অনেকেই লালবাজারে গত বৃহস্পতিবার লালবাজারে ভীড় জমায় সাধারণ মানুষজন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গত বুধবার গভীর রাতে জেলেদের জালে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বাঘাইড় মাছটি। সিলেটের ঐতিহ্যবাহী লালবাজারে আনা হলে সেটি বিক্রির জন্য কিনে নেন বাজারটির মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি মাছটির দাম হাঁকেন দুই লাখ টাকা।

আনোয়ার হোসেন বলেন, ‘বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি অনেকেই (তাঁর কাছ থেকে) কিনতে চাইছেন। কিন্তু দামে-দরে হচ্ছে না।’ তবে তিনি মাছটি কত দাম দিয়ে কিনেছেন তা বলতে চাননি। ১০০ কেজি ওজনের বিশাল বাঘাইড় সচরাচর দেখা যায় না। সূত্রঃ কালের কন্ঠ

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108