প্রতিবেদকঃ নিশাত বিথি
আর্ন্তজাতিক বিভাগ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সহ-সভাপতি অ্যামাডোর সুয়ারেজ ভিয়া। ৪০দিন হাসপাতালে থেকে করোনার সঙ্গে লড়াই করে হেরে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ২০০৬ থেকে ২০০৯ সালে রিয়াল সভাপতি র্যামন কালদেরনের সময়কালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এর আগে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন লরেঞ্জো স্যাঞ্জ। তারও মৃত্যু হয়েছিল ৭৬ বছর বয়সে। এছাড়া আরও এক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্টিন আলভারেজ খুব সিরিয়াস অবস্থায় চলে গিয়েছিলেন। আইসিইউতে গিয়ে বলতে গেলে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিলেন তিনি।
অ্যামাডোর সুয়ারেজ ভিয়া রিয়াল মাদ্রিদ ক্লাবের সদস্য হন ১৯৬৪ সালে। জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ১২ ফেব্রুয়ারি হুয়েলভায়। তবে তিনি বসবাস করতেন সান সেবাস্তিয়ানে। ২০০৩ সালে হুয়েলভা বিজনেস ফেডারেশন কর্তৃক বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কার লাভ করেন। মাছ ধরা এবং বাজারজাত করনের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি। সারাবিশ্বেই মাছ রপ্তানি করতেন তিনি। সাগরে ভাসতো তার প্রমাণ সাইজের ২৭টি ভেসেল।
স্পেনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬৮২ জন। মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন। তথ্যসূত্রঃ সময় নিউজ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108