বাংলাদেশে ফার্মেসী ও ফার্মাসিস্টের মানোন্নয়নে সীমাবদ্ধতা তথা বাঁধা এবং এর সমাধান।
লেখকঃ প্রফেসর শেখ ফিরোজ উদ্দিন আহমেদ, জাবি।
বাংলাদেশে ১৯৭৬ সনে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (PCB) মূলতঃ বাংলাদেশে Pharmacy Council গঠন ও Pharmacy Practice নিয়ন্ত্রণের জন্য স্থাপন করা হয়েছে। PCB হাতে পেয়েছে একটা The Pharmacy Ordinance’ 76। এই Ordinance এ অনেক সীমাবদ্ধতা রয়েছে ।
এতে রয়েছে বিশেষতঃ Pharmacy ও Pharmacist দের education, licensure ও কাউন্সিল বিষয়ে সীমাবদ্ধ আকারের আইন। কিন্তু ফার্মেসী প্রাকটিস এর বিভিন্ন দিক গুলোর বিষয়ে এতে তেমন কিছু নেই। Ordinance টিতে এমন কোন আইন নেই যা অনুযায়ী/মোতাবেক PCB ফার্মেসী ও ফার্মাসিস্টকে পেশাদারি ভূমিকায় নিয়োজিত করার জন্য উপযুক্ত করে তৈরি, পেশাদারি ভূমিকা, অধিকার প্রভৃতি বিষয়ক নিয়মনীতি (Rules and Regulations) তৈরি/গঠন করতে পারে।
বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে আমরা ফার্মেসী কারিকুলাম ও সিলেবাসে Industrial, Hospital & Community Pharmacy, Clinical Pharmacy প্রভৃতি প্রাকটিস কোর্সের সমাহার করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক আদলে ফার্মাসিস্ট তৈরি করে আসতেছি মূলতঃ সেই ১৯৯০-৯১ সেশন থেকে।
এখন দেশে ফার্মেসীর একটা পূর্ণাঙ্গ আইন গুচ্ছ (The Pharmacy Practice Act of Bangladesh) দরকার। সেটা হলে আমরা ও দেশের ওষুধ ও স্বাস্থ্যসেবার পরিমণ্ডলে অনেক উন্নতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব হবে। দেশ উপকৃত হবে এবং আমাদের রোগীরা পূর্ণাঙ্গ ও সঠিক স্বাস্থ্যসেবা পেতে সুদক্ষ চিকিৎসক ও ফার্মাসিস্ট যৌথসেবা পাবেন। তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফার্মেসী পাঠ ও গবেষণায় বিপুল সফলতা অর্জন করা যাবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108