দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা রত্না

0
579

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

বিনোদন বিভাগ

(৫) মে মংগলবার বাসার ছাদে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন চিত্রনায়িকা রত্না। তিনি বর্তমানে মায়ের বাসায় অবস্থান করছেন। প্রতিদিনের মতো ইফতারির পর ওয়ার্কআউট করার জন্য তিনি বাসার ছাদে গিয়েছিলেন। সে সময় দৌড়াতে গিয়ে তিনি তার প্লাজোর সাথে আটকে অমসৃণ ছাদে পড়ে যান। কোনো উপায়ে নিজের ফেস কে রক্ষা করতে গিয়ে হাতে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আঘাত পান তিনি। বর্তমানে তিনি হাঁটাচলা করতে পারছেন না। তবে, খুব শীগ্রই তিনি ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিবেন বলে জানান।

উল্লেখ্য, তার প্রথম ছবি কেনো ভালোবাসলাম (২০০২) এই ছবিতে তার নায়ক ছিলেন ফেরদৌস আহমেদ। তারপর তিনি অভিনয় করেন কাজি হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে। এরপর আর থেমে থাকতে হয়নি রত্নাকে। একেএকে অভিনয় করেন- মরন নিয়ে খেলা, পড়ে না চোখের পলক, মন যেখানে হৃদয় সেখানে, অংক, নষ্ট, মন নিয়ে লুকোচুরি, কোটি টাকার মেয়ে, গরিবের ছেলে, রক্তে ভেজা বাংলাদেশ, ধোঁকা, সন্তান আমার অহংকার, সন্তানের মত সন্তান, টাইম মেশিন, সেদিন বৃষ্টি ছিল ইত্যাদি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108