প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বুধবার ০৬ তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়ন পরিষদের রঙ্গীখালী গাজীপাড়া পশ্চিম দিকে পাহাড়ের পাদদেশে গোপনসূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
এ সময় টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন ডাকাত নিহত হয়। আহত হয় ৫ জন পুলিশ সদস্য। উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্রসহ ইয়াবা।
অভিযানে নিহত হয়ঃ
১। সৈয়দ আলম(৩৮), পিতা-মৃত আব্দুল মজিদ@ ভোলাইয়া বৈদ্য, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার
২। নুরুল আলম(৩৭), পিতা-মৃত আব্দুল মজিদ@ ভোলাইয়া বৈদ্য, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার
৩। মোঃ মনাইয়া(২২), পিতা-সাব্বির আহম্মদ, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত মালামালের বিবরন:
১। ৫ (পাঁচ) টি একনলা বন্দুক
২। ২ (দুই) থ্রি কোয়াটার বন্দুক
৩। ১০ (দশ) টি এলজি
৪। ১ (এক) টি বিদেশী পিস্তল
৫। ১১ (এগার) রাউন্ড রাইফেলের গুলি
৬। ৮ (আট) রাউন্ড পিস্তলের গুলি
৭। ২০৫ (দুইশত পাঁচ) রাউন্ড তাজা কার্তুজ
৮। ৭২ (বাহাত্তর) রাউন্ড কার্তুজের খোসা
৯। ৫৬,০০০ (ছাপান্ন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট
১০। ৩ (তিন) সেট বিজিবি ও ১০ (দশ) সেট পুলিশের পোশাক।
তথ্যসূত্রঃ কক্সবাজার জেলা পুলিশ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108