…..আমি সেই কোভিড উনিশ…..
শুভ্রদেব হালদার, ২য় বর্ষ, পপুলার মেডিকেল কলেজ।
শুভ্রদেব হালদার, চারিদিকে হাহাকার, কি এক চমৎকার?
সবকিছু হচ্ছে ক্ষুন্ন, মায়ের বুক হচ্ছে শুন্য!
যুদ্ধ!যুদ্ধ!যুদ্ধ! অস্ত্রহীন যুদ্ধ! চারিদিকে সব কিছু অবরুদ্ধ!
ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তারা জীবন রেখেছে বাজি-
তবুও মৃত্যু সংখ্যা, আক্রান্ত সংখ্যা বাড়াচ্ছে এই পাজি!
এ কেমন বিশ্বযুদ্ধ? অস্ত্র নেই বোমা নেই, নেই দাবানল-
শুধু মৃত্যুকোলে ঢোলে পড়ছে অনিরুদ্ধ সকল;
পোকাগুলো গিলে ফেলছে বিশ্বকে,
অর্থনীতিতে নেমেছে ধস- ডেকেছে দূর্ভিক্ষকে;
তবে এই কি অস্ত্রহীন তৃতীয় বিশ্বযুদ্ধ!
ঈশ্বর, প্রভু, গড! কোথায় তুমি? -শুনতে পাওনা শত কোটি মানুষের চিৎকার-
দেখেছো কিভাবে ঘেরে রেখেছে- পারছে না কেউ করতে মোলাকাত,
দূরত্ব রেখে পথ চলতে হচ্ছে দিনরাত!
ঘরবন্দী, কারাজীবন- এ হলো করোনার সংলাপ!
শেষ করে দিচ্ছে মানবশক্তি, কেড়ে নিচ্ছে শত মায়ের কোল-
তবে এটা কি কোন বিষ–হা হা আমি সেই “কোভিড উনিশ”!
ক্ষুধার জালায় যে চিৎকার, কে করবে এই মানবশুন্যের সৎকার!
জীবন দিচ্ছে প্রতি দিন হাজার হাজার মানুষ- নীল আকাশের বুকে উড়ে যাচ্ছে সাদা শুন্যের ফানুস!
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108