পরশুরামে ৪ বিজিবি’র পক্ষ থেকে গরীবদের মাঝে সপ্তাহ ব্যাপী ত্রাণ বিতরণ

0
428

প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার

ফেনী জেলা প্রতিনিধি

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবির) পক্ষ থেকে পরশুরামে গরীব দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সুবার বাজার বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টু।

সুবার বাজার ক্যাম্পের তত্বাবধানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো: কামাল হোসেন, সুবার বাজার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ফজলুর রহমান, হাবিলদার মুজিবুর রহমান, নায়েক ছায়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, মো : ইয়াছিন, আবু বক্কর ছিদ্দিকসহ আরো অনেকেই।

বিজিবি জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে। শুক্রবার জয়ন্তী নগর এর শ্রীপুর, পরশুরামের বিলোনিয়াসহ পরশুরামের সব বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকায় গরীব দুস্থ্যদের মাঝে সপ্তাহ ব্যাপী ত্রাণ বিতরণ করা হবে বলে জানান বিজিবি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108