থানায় জিডি/হারানো ডায়েরী নিজেই লিখবেন যেভাবে

0
412

ডেস্ক রির্পোটঃ

আইন ও আদালত বিভাগ

হারিয়ে ফেলাটা খুব স্বাভাবিক। কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু উদ্ধার কিংবা হারানোর প্রমাণ হিসেবে একটি ডুকুমেন্ট অনেক সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। সাধারণ এই কাজে ব্যস্ত থানার অফিসার আপনাকে জিডি কপিতে লিখতে দিতে পারেন। তাই জেনে রাখা ভাল।

নিজেই যেভাবে লিখবেন জিডি/হারানো ডায়েরী। G.D/ জেনারেল ডায়েরি।

লেখার নিয়মঃ

বরাবর,

অফিসার ইনচার্জ

…….মডেল থানা, জেলা:…….।

বিষয়ঃ সাধারন ডায়েরী করার আবেদন।

জনাব, যথাযথ সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার থানায় হাজির হইয়া এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, গত …/…/২০২০ ইং তারিখ …… (সময়) ঘটিকার সময় আমার নিম্নোক্ত বর্ননার মালামাল আপনার থানাধীন ………. হইতে ……. স্থানে যাওয়ার পথে হারিয়ে যায়।

অতএব, উপরোক্ত বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত করিতে মহোদয়ের মর্জি হয়।

হারিয়ে যাওয়া মালামালের বিবরনঃ

১।……. ২।……. ৩।…….

যদি মোবাইল হারায় তাহলে IMEI No…….

বিনীত

…………..(স্বাক্ষর)

নামঃ…………..

পিতা/স্বামীর নামঃ…………..

মাতাঃ…………..

ঠিকানাঃ……………………………………

থানাঃ…………..

জেলাঃ…………..

মোবাইল নং:…………..

(কার্বন সংযোগসহ উভয় কপি থানার ডিউটি অফিসারের নিকট জমা দিন। ডিউটি অফিসার এতে স্বাক্ষর/ জিডি নং লিখে এককপি আবেদনকারীকে প্রদান করবেন।)

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108