প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার
ফেনী জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আগে ফেনী শহরের দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি।সরকার অনুমতি দিলেও করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আজ শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে সভায় ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী সমিতি ও বন্ত্র সমিতির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, সরকারিভাবে ১০ মে থেকে মার্কেট খোলার সিদ্ধান্ত জানানো হলেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে ফেনীতে মার্কেট খোলা হবে না।
বৈঠক সূত্র জানায়, শহরের এফ রহমান এসি মার্কেট, গ্রীন টাওয়ার, সওদাগর টাওয়ার, আলী আহম্মদ টাওয়ার, জহিরিয়া মার্কেট, ফেনী সুপার মার্কেট, মহিপাল প্লাজা, ফেনী প্লাজা, ইজি, ইনফিনিটি সহ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শো-রুম বন্ধের আওতায় রয়েছে।
ওই সভায় শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধি অংশ না নেয়ায় ৭ মার্কেটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায়নি। জানতে চাইলে ফেনী চেম্বার অব কমার্সের জুনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বলেন, যে ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা মেনে দোকান খোলা কঠিন। ব্যবসায়ী সংগঠনের যৌথ বৈঠকে ৩১ মে পর্যন্ত ওষুধ, নিত্যপন্য ও কাঁচাবাজার ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চেম্বার অব কমার্সের জুনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বৈঠকে চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি আবদুর রইছ কাইজার, পরিচালক ফরিদ উদ্দিন পাঠান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সাংবাদিক রবিউল হক রবি ও জহিরুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মহিপাল ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ উল্যাহ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আরিফ, এফ রহমান এসি মার্কেটের সভাপতি ওমর ফারুক, গ্রীণ টাওয়ার ব্যবসায়ী সমিতির পরিচালক সাহাব উদ্দিন, আলী আহম্মদ টাওয়ার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শহীদ, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
সমিতির যুগ-সম্পাদক কাজী আরিফুল হোসেন রুবেলের পরিচালনায় সভায় বজলুল করিম মজুমদার হারুন, গোলাম ফারুক বাচ্চু, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সাইফুদ্দিন আহমেদ জিতু, দপ্তর সম্পাদক আবুল কালাম হাজারী, সমিতির তাকিয়া রোড শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108