প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২২৮ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১৪ হাজার ৬৫৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ২ হাজার ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৬৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২ হাজার ১১৫ জন।
এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ১১৪ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
এছাড়াও সারাবিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৪০,৮৫,২৭৬ জন, মোট সুস্থ হয়েছেন ১৪,২৭,০১৭ জন এবং মোট মৃত ২,৭৯,৫০২ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108