অবশেষে খুলতে শুরু করেছে রাজধানীর শপিংমলগুলো

0
342

প্রতিবেদকঃ বিপা চৌধুরি

অর্থ বাণিজ্য বিভাগ

অবশেষে আগামীকাল ১০ (মে) থেকে পালটে গেছে রাজধানীর কিছু কিছু অংশের গত দেড় মাসের দৃশ্যপট। খুলতে শুরু করেছে বন্ধ থাকা বেশ কিছু দোকান, বিপণি বিতান, এবং শপিংমল। এদিকে, দেশে করোনার তান্ডব দিন দিন আরো বেড়েই চলেছে, আগের তুলনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরো বেশি বেড়েছে। তারপরেও চলমান রমজান এবং আসন্ন ঈদ ইত্যাদির কথা মাথায় রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষ সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার।

এই নির্দেশ অনুশারে স্বাস্থ্যবিধি মেনে এরইমধ্যে নিজেদের বেশিরভাগ আউটলেট খোলার ঘোষণা দিয়েছে দেশীয় ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এবং বাংলাদেশের এক নাম্বার জুতা তৈরিকারক প্রতিষ্ঠান এপেক্স ও বাটা। নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় রাজধানীর মধ্যবিত্তদের অন্যতম প্রধান গন্তব্য নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও খুলে যাবে এর উল্টো পাশের গাউছিয়া, চাঁদনী চক, ইস্টার্ন মল্লিকা, ইস্টার্ন প্লাজা, এবং এলিফ্যান্ট রোডের সব দোকান। খোলা হবে, রাজধানীর গুলশান ১ এবং ২ নাম্বার সেকশনের ডিনএসসি মার্কেট, গাজী শপিং কমপ্লেক্সও এবং মিরপুরের শাহ্‌ আলি মার্কেট।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108