উজিরপুরে ধানক্ষেত থেকে উদ্ধার করা হল বৃদ্ধার লাশ

0
398

প্রতিবেদকঃ নিশাত বিথি

অর্থ বাণিজ্য বিভাগ

বরিশালের উজিরপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার স্থানীয় জয়শ্রী নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশের ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে উজিরপুর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, বিষয়টি জেনে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠান। ওসি জিয়াউল আহসান জানান, লাশটি উদ্ধারকালে বৃদ্ধার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরেও বিষয়টিকে পুলিশ খুন বলে অনুমান করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া ও বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান। তথ্যসূত্রঃ দৈনিক কালের কন্ঠ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108