প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
করোনাভাইরাস শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১,০৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫,৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন। এদের মধ্যে সত্তুরোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব দুজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সসীমার রয়েছেন একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন।
এ পর্যায়ে বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী সারাবিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৪০,৯৭,১৫৮ জন, মোট সুস্থ হয়েছেন ১৪,৮২,৮৮২ জন এবং মোট মৃত ২,৮২,৪৯৫ জন ছাড়িয়েছে বলে জানা গেছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108