প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন ৬ শত ক্ষুধার্ত মানুষকে রান্না করা খাবার (ভুনা খিচুড়ি) এবং এক হাজার মানুষকে করোনা প্রতিরোধক মাস্ক দিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আদাবর থানা ১০০-নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক অভি রহমান জুয়েল। ১০ মে রবিবার রাজধানী ঢাকার মোহাম্মাদপুর বেড়িবাঁধ ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকার মানুষের হাতে ইফতারির আগে খাবার ও মাস্ক দেওয়া হয়।
এর আগে ৩ মে দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও মোহাম্মাদপুর সংলগ্ন শ্যামলী, আদাবর, আসাদ গেট, কলেজ গেট এর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে খাবারের অপেক্ষায় থাকা চারশত ক্ষুধার্থ মানুষের মুখে খাবার তুলে দেন অভি রহমান। এছাড়াও ২ মে তার জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দুঃস্থ, রিকশাচালক ও ছিন্নমূল তিন শতাধিক মানুষকে ঘরে রান্না খাবার খাওয়ান।
তাছাড়া করোনা ভাইরাসের শুরুতেই সংকটাপন্ন এক হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন অভি। খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার দুটোই ধারাবাহিকভাবে প্রদান করা হচ্ছে। যতোদিন পর্যন্ত করোনার এই সংকট থাকবে ততোদিন পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে অভি জানান। খাদ্য এবং মাস্ক প্রদানে সার্বিক সহায়তা করেন, মোঃ আরমান, মোঃ আরজু, মোঃ মুরাদ, জাকির, নিশু ও ফয়সাল।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108