ডেস্ক রির্পোটঃ
সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ
পাকুরিয়া গ্রাম এর কৃষক মোঃ মফিজ উদ্দিন ২৫ শতাংশ ধান কেটে তার ঘরে তুলে দিল আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ। কিছু দিন আগে কৃষক মফিজ উদ্দিন ধান কাটার শ্রমিক না পাওয়ায়; আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘের সভাপতি জনাব রিজভী আহম্মেদ বিজয় এর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
পরে তিনি তার উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ হাসান সাফিত ও সাংগঠনিক সম্পাদক আবু-সাইদ আদনান এবং সিনিয়র সহ সভাপতি জনাব রেজাউল ইসলাম রনি, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জনাব আলাদিন মোল্লাসহ কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে কৃষক মফিজ উদ্দিনের ধান নিজেরেই কেটে ঘরে তুলে দেয়ার সিদ্ধান্ত নেন।
সে মোতাবেক ১০ মে রোজ রবিবার ধান কেটে ও মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দিল আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ।
সভাপতি জনাব রিজভী আহম্মেদ বিজয় জানান, চলো এক হই, গড়ি সুন্দর সমাজ এ শ্লোগানকে সামনে রেখে সমাজের জন্য কাজ করতে চায় আমদিয়া ইউনিয়ন সবুজ বাংলা একতা সংঘ। সবুজ বাংলা একতা সংঘের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন জনাব জালাল আহমেদ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108