পরশুরাম উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিন ভাবন অসুস্থ

0
459

প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার

ফেনী জেলা প্রতিনিধি

পরশুরাম উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক জমির উদ্দিন ভাবন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩৫ দিন একটানা দিবা-রাত্রি ত্রান বিতরণ ও কৃষকের ধানকাটা ছাত্রলীগের সব্জী চাষ কার্যক্রম সব জায়গায় ছিলো তার উপস্হিতি। ক্লান্ত ও পরিশ্রান্ত শরীর হটাৎ অসুস্থ পড়ে।

অন্যদিকে, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরীর সাজেলের ব্যক্তিগত সৌজন্যে গরীবদের মাঝে দেশের এই দুর্দিনে ধারাবাহিকভাবে উপহার প্রদানের আজ ৩৬ তম দিন। ভাবনের সহকর্মী ও ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা তাদের এই কার্য্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108