হবিগঞ্জে করোনাজয় করলেন আরও ১১ জন

0
323

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

হবিগঞ্জে করোনা জয় করলেন আরও ১১ জন নারী-পুরুষ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে সদর আধুনিক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে। এ নিয়ে জেলায় ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ সময় করোনাজয়ী প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও বিভিন্ন ধরনের ফলভর্তি একটি করে ঝুড়ি তুলে দেন সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা। বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয় তাদের।

এ সময় উপস্থিত ছিলেন এনডিসি প্রতীক মন্ডল, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শামীম আরা। স্বাস্থ্য বিভাগ জানায়, হবিগঞ্জের জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকার, চিকিৎসক ও নার্সসহ ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন। এক শিশু মারা গেছে। বাকিরা চিকিৎসাধীন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108