প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
জাতীয় বিভাগ
ছুটির মেয়াদ বাড়ল ৩০ মে পর্যন্ত। ৬ দিনের সাধারণ ছুটি ও ৮ দিনের ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দফায় মোট ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ। এই সংক্রান্ত একটি প্রস্তাবনায় অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ৭ম দফায় ছুটির এই প্রজ্ঞাপন জারি হবে। স্বাস্থ্য অধিদপ্তর ও বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসে বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমনে চরম পর্যায়ে যেতে পারে। এই অবস্থায় সাধারণ মানুষদের যতটা সম্ভব ঘরে রাখা গেলে সংক্রমণ রোধ ও মৃত্যুর হার অনেকটা কমানো যাবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ঈদের ছুটি ও সাধারণ ছুটি মিলিয়ে ৩০ মে পর্যন্ত ছুটির সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা যায়। এতে করে ৭ম দফায় বাড়তে যাচ্ছে লকডাউন বা সাধারণ ছুটি।
উল্লেখ্য, আগামী ১৬ মে শেষ হতে যাচ্ছে ৬ষ্ঠ দফা সাধারণ ছুটির মেয়াদ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108