আমরা নোফেল-৯৩ (নোয়াখালী-ফেনী-লক্ষীপুর) সংগঠনের অনুদান

0
480

ডেস্ক রির্পোটঃ

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

করোনা ভাইরাসের মহামারিতে ফেনী জেলার এসএসসি-৯৩ ব্যাচের সদস্যরা অসহায় ২১ জন বন্ধুকে নগদ দুই হাজার টাকা করে। “আমরা নোফেল ৯৩” (নোয়াখালী-ফেনী-লক্ষীপুর) এসএসসি-৯৩ সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। দেশ ও বিদেশ থেকে “আমরা নোফেল ৯৩” বন্ধুদের পাঠানো অনুদান দিয়ে ফান্ড গঠন করা হয়।

নোয়াখালী ও লক্ষীপুর জেলায় একইভাবে সহযোগিতা করা হয়। ফেনী জেলায় সমন্বয়কারী হিসাবে যারা ছিলেন মোঃ ইসমাইল নাসির (ফেনী সদর), এডভোকেট মীর মোশারফ হোসেন বাদল ও হালিমা খাতুন দিনা (পরশুরাম), মোঃ মন্জুরুল আলম টিপু (দাগনভুঁইয়া), আলমগীর কবির চৌধুরী সোহেল (সোনাগাজী), মোঃ আতাউল গনি ভূঁইয়া নয়ন (ফুলগাজী), মোঃ নুরুল কাদের (ছাগলনাইয়া)।

লক্ষীপুর জেলায় নজরুল ইসলাম পিন্টু, জাহাঙ্গীর আলম রানা, নুরুল ইসলাম প্রলয়,শরীফ উল্লাহ মানিক ও নোয়াখালী জেলায় মোঃ শাহজাহান, ওমর ফারুক, সুলতানা পারভীন চৌধুরী প্রমুখ সমন্বয়কারী হিসাবে দায়িত্ব ছিলেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108