কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ধান কেনা শুরু

0
363

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে বোরো ধান কেনা শুরু হয়েছে। প্রতি মণ ধান কেনা হচ্ছে এক হাজার ৪০ টাকায়। করোনা পরিস্থিতিতে সরকার নির্ধারিত দাম পেয়ে কৃষকরাও অনেক খুশি। বোরো ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারাদেশে শুরু হয়েছে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় অভিযান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা খাদ্যগুদামে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান কেনা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তকদীর হোসেন জানিয়েছেন, এবছর দুই দফায় বরাদ্দে সরকারিভাবে ১ হাজার ৫ শত ৩১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। গত ১২ মে উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, কালাপুর, আশিদ্রোন ও সিন্দুরখান মোট ৬টি ইউনিয়নের মোট ২ হাজার ৮৫ জন কৃষক থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৫ শত ৩১ জন কৃষকের নাম নির্বাচিত করা হয়। এদের কাছ থেকে জনপ্রতি ১টন ধান ক্রয় করা হবে।

ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলীসহ আরও অনেকেই।

শ্রীমঙ্গল খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ভূনবীর ও গন্ধর্বপুর গ্রামের ২জন কৃষকের কাছ থেকে ২ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যম্যে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খাদ্য গোদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ২ হাজার ৮৫ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ৫ শত ৩১ জন কৃষক নির্বাচিত করা হয়েছে। এবার উপজেলায় ১হাজার ৫ শত ৩১ মেট্রিক টন বোরো ধান ক্রয় করবে সরকার। প্রতিমণ ধানের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৪০ টাকা। আগামী আগস্ট মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108