প্রতিবেদকঃ নিশাত বিথি
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
হাসপাতালের কর্মীসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার টাঙ্গাইলের সিভিলসার্জন মোঃ ওয়াহীদুজ্জা মান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে।
বৃহস্পতিবার শনাক্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় একজন সাংবাদিকসহ পাঁচজন, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতাকর্মী, গোপালপুরে উপজেলা যুবলীগের দুইজন শীর্ষ নেতা, কালিহাতীতে একজন পুলিশ কর্মকর্তা, ধনবাড়ী, মধুপুর একজন করে এবং ঘাটাইলে দুইজন শনাক্ত হয়েছে।
ঘাটাইলে শনাক্ত হওয়া দুইজনের মধ্যে আবদুল মান্নান খান (৪৫) নামে একজন গত ১০ মে করোনা উপসর্গ নিয়ে মারা যান। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ জন। মারা গেছেন তিনজন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108