ভাড়া দিতে না পারায় বাসা থেকে বের করেদিল বাড়িওয়ালা

0
428

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

ভাড়া দিতে না পারায় দুই সন্তানসহ নারীকে বের করে দিল বাড়িওয়ালা। পরে পুলিশের সহায়তায় উক্ত নারী সন্তানসহ বাসায় ফিরে যান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকায় বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসা থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। ফলে দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন ওই নারী। খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে সেহরি খাওয়ানোর পর বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বাসায় তুলে দিয়েছেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আশরাফুজ্জামান।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে পুলিশ জানতে পারে দেড় মাসের বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসার মালিক রাতে বাসা থেকে বের করে দিয়েছেন। পরে পুলিশ গিয়ে দেখে মার্কেটের বারান্দায় দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা পাশে বসে রয়েছেন খোলা আকাশের নিচে। মশার কামড়ে দুই শিশু ঘুমের মধ্যে ছটফট করছে। পুলিশ ঘটনাটি শুনে রাতেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করে।

পরে শাপলাবাগ রেললাইনের পাশের ওই বাসায় গিয়ে বাসার মালিককে ডেকে তুলে কঠোরভাবে সতর্ক করে দেয়। বাসায় তুলে দিয়ে পুলিশের পক্ষ থেকে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ টাকা তাদের হাতে তুলে দেয়া হয়। যে কোনো সময় খাবার না পেলে থানায় যোগাযোগ করতেও বলা হয়।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108