প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
মৌলভীবাজাররে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে (১২ মে) মঙ্গলবার দুপুরে ২০২৯-২০সালে র্অথবছররে মানবকি সহায়তা কর্মসূচরি আওতায় মহামারী করোনা (কোভডি ১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরবিারে শিশুদের জন্য শিশু খাদ্য হিসেবে ১৫টি পরিবারের মধ্যে এসব খাদ্য বিতরণ করা হয়েছে।
শিশুখাদ্যের মধ্যে রয়েছে ৪০০ গ্রাম গুড়োদুধ , দুই প্যাকট সেমাই ও এককেজি চিনি। শিশুখাদ্য বিতরণ করনে শ্রীমঙ্গল পৌরসভার প্যানলে মেয়র (১) আব্দুল করিম, প্যনেল মেয়র (২) কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, পৌর কর্মকতা অসীম কর প্রমুখ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108