প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার
ফেনী জেলা প্রতিনিধি
পরশুরামের চিথলিয়া ভূমি অফিসের কর্মকর্তার শরীরে করনো সনাক্ত। আক্রান্ত ব্যক্তির বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগে। গত বেশ কিছুদিন ধরে তিনি অফিসে এসেছেন। গত সপ্তাহেও তিন দিন অফিস করেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় করোনা টেস্ট করান। গত ১৫ মে রিপোর্ট আসে পজিটিভ।
এই নিয়ে আতঙ্কিত পরশুরাম উপজেলা বাসি। কেননা আক্রান্ত ব্যাক্তি গত সপ্তাহেও ৩ নং চিথলিয়া ইউনিয়ন ভূমি অফিসে এসেছেন। এই নিয়ে ফেনীতে মোট আক্রান্ত হয়েছে ৩০ জন। সুস্থ হয়েছে ০৮ জন। রেফার্ড হয়েছে ১ জন। বর্তমানে মোট আক্রান্ত ২১ জন।
ফেনী সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১১ জন। ছাগলনাইয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা ০৮ জন। দাগনভূইয়াতে আক্রান্ত ০৫ জন। সোনাগাজীতে আক্রান্ত ০২ জন। ফুলগাজীতে আক্রান্ত ০২ জন। পরশুরামে আক্রান্ত ০০ জন। আনান্য আক্রান্ত ০২ জন। গত ১৫ মে ফেনী জেলা সিভিল সার্জন এসব তথ্য দেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108