প্রতিবেদকঃ নিশাত বিথি
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বেসরকারি ক্লিনিক কর্মী মারা গেছেন। শনিবার রাতে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এটি গোপালগঞ্জে করোনায় প্রথম মৃত্যু। এছাড়া গোপালগঞ্জে নতুন করে আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে।
আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ৩৯ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১, কোটালীপাড়ায় ১ ও মুকসুদপুর উপজেলায় ২ জন রয়েছেন। রবিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ১৮ পুলিশ সদস্যসহ ২২ জন, কাশিয়ানী উপজেলায় ১৯ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ চিকিৎসক ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৭ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৬ জন রয়েছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108