প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার
ফেনী জেলা প্রতিনিধি
শনিবার রাত ৯ টা ২১ মিনিটে ফেনী জেলা সিভিল সার্জন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ফেনীতে নতুন আক্রান্ত ২১ জন। মোট আক্রান্ত ৫১ জন। সুস্থ হয়েছে ০৮ জন। বিস্তারিত পরে জাননো হবে বলে জানান তিনি।
অন্য দিকে পরশুরাম হাসপাতালের আক্রান্ত চার জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। তাই পরশুরাম হাসপাতাল কর্তৃপক্ষ জনসাধারণের আবগতির জন্য পরশুরাম হাসপাতালে না যাওয়ার জন্য অনুরোধ করেন। জরুরি প্রয়োজনে ০১৭৩০৩২৪৮৪৬ এই নাম্বারে কল করতে অনুরোধ করেন তিনি।
এদিকে পরশুরাম আওয়ামী যুবলীগের সভাপতি জনাব ইয়াসিন শরীফ মজুমদার সামজিক যোগাযোগ মাধ্যমে জানান, পরশুরাম হাসপাতালের ৪ জন নার্স করোনা আক্রান্ত। তাই জনসাধারণকে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেন তিনি।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108