প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় মহামারী করোনা দূর্যোগের মুহূর্তে উপজেলার অস্বচ্ছল ইমাম-মোয়াজ্জিনদের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যস্থ কমিউনিটি লিডার, ইউকে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মুনিম।
রবিবার (১৭ মে) দুপুরে তাঁর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ১১৫ জন ইমাম-মোয়াজ্জিন ও কামারকান্দি আখতারুন্নেছা আছিয়া বেগম এতিমখানার ১৯ জন ছাত্রদের মধ্যে খামের ভেতর নগদ ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মাওলানা মো. আহসান উদ্দিনের পরিচালনায় ও অর্থদাতার বড় ভাই কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদের তত্বাবধানে এ অর্থ বিতরণ করা হয়।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108