করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবেঃ ব্রিটেন ও ইতালি

0
404

প্রতিবেদকঃ নিশাত বিথি

আর্ন্তজাতিক বিভাগ

ব্রিটেন এবং ইতালির নেতারা মনে করেন, করোনাভাইরাসের জেরে সারাবিশ্ব থমকে যেতে পারে না। সে কারণে টিকার জন্য সারাবিশ্ব অপেক্ষা করতে পারবে না বলেও মনে করেন দেশ দুটির নেতারা।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনাভাইরাসের সঙ্গে নাগরিকদের বসবাস করতে ও জানতে হতে পারে। সে কারণে রেস্টুরেন্ট, বার, নদীর তীর আজ সোমবার থেকে খুলে দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী। সেই সঙ্গে গির্জা এবং দোকানপাটও খুলে দেওয়া হচ্ছে।

গুইসেপে কন্টে বলেছেন, আমরা এই ঝুঁকির সম্মুখীন হয়েছি এবং আমাদের এটি গ্রহণ করা দরকার, অন্যথায় আমরা কখনোই পুনরায় সবকিছু চালু করতে সক্ষম হব না। বরিস জনসন জানান, অনেক দীর্ঘ সময় পার করতে হবে এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে- নিরাময়ের কোনো টিকা সেভাবে নাও পাওয়া যেতে পারে।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৮ লাখ দুই হাজার ২৪ জন এবং মারা গেছে তিন লাখ ১৬ হাজার ছয়শ ৭৩ জন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108