প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার
ফেনী জেলা প্রতিনিধি
গতকাল ১৭ মে ২০২০ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরশুরাম উপজেলায় রিক্সা, মোটরসাইকেল, অটোরিক্সা, সিএনজিসহ সকল প্রকার গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট এবং নিত্যপ্রয়োজনী পণ্যদ্রব্য বহনকারী পরিবহনসমূহ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
মুদি দোকান, ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় দোকানসমূহ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন সকাল ০৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর বাইরে সকল দোকানপাট, মার্কেট, শপিংমল বন্ধ থাকবে। ঈদের ছুটিতে সকলকে আত্নীয়ের বাড়িতে বেড়াতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার এবং পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
যদি কেউ ঈদের ছুটিতে বাড়িতে আসে বা কোথাও বেড়াতে যায়, তবে অবশ্যই সেখানে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। উপরোক্ত নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108